১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

একই মঞ্চে বিএনপি ও যুবলীগের সভাকে কেন্দ্র করে  টানটান উত্তেজনা, বাতিল ঘোষণা বিএনপির 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ , ৩০ আগস্ট ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ডেকেছে বিএনপি।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল ৩টায় কসবা পৌর মুক্ত মঞ্চে এই সমাবেশ হওয়ার কথা ছিলো।

এদিকে একই মঞ্চে ও একই সময় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছে কসবা উপজেলা যুবলীগ। সোমবার সন্ধ্যা থেকে মঞ্চ দখলে রয়েছে যুবলীগের।

দুই দল একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় কসবা পৌর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফখরউদ্দিন আহমেদ খান বলেন, এখন আমরা অনুমতি চাই না, অবহিত করে থাকি। তাই পৌর মুক্ত মঞ্চে সমাবেশের কথা জানিয়ে গত ২৭ আগস্ট জেলা প্রশাসনকে অবহিত করেছি। পরে শুনলাম একই স্থানে যুবলীগ কর্মসূচি ঘোষণা করেছে। এখন পর্যন্ত আমরা এই স্থানেই সমাবেশ করার সিদ্ধান্তে অটল। পরবর্তীতে কেন্দ্রীয় নেতাদের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবো।

তবে উপজেলা যুবলীগের সভাপতি এমএ আজিজ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগ মাসব্যাপী কর্মসূচি পালন করে আসছে। আমাদের কর্মসূচি পালনের ঘোষণা অনেক আগে থেকেই ছিল। তাই আমরা প্যান্ডেল করেছি, মঞ্চ সাজিয়েছি।

এদিকে বিএনপির সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের।

কিন্তু শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে বিএনপি ঘোষিত পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ। একই স্থানে ও একই সময়ে কসবা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল করার ঘোষণা দেওয়া হয়। ফলে সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতে বিএনপি তাদের কর্মসূচি বাতিল করেছে।

কসবা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা কমিটির আহ্বায়ক কমিটির সদস্য ইকলিপ আজম বলেন, রাজনীতি আর যা কিছুই বলেন সবকিছুর ঊর্ধ্বে শান্তিশৃঙ্খলা। এছাড়াও আমাদের দেশব্যাপী ৩০ অক্টোবর পর্যন্ত যে কর্মসূচি ছিল, তা আরও ১০দিন বাড়ানো হয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অন্য জায়গায় প্রোগাম রয়েছে, তাই উনারাও আসতে পারবেন না। তাই আমরা আপাতত আজকের কর্মসূচি স্থগিত করেছি। পরবর্তীতে সময় জানিয়ে দেওয়া হবে।

তবে উপজেলা যুবলীগের সভাপতি এমএ আজিজ বলেন, ৯ বছর যাবত কসবায় তাদের (বিএনপি) কোনো কর্মসূচি কারো চোখে পড়েনি। কসবায় মাননীয় আইনমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন, অনেক যুবককে চাকরি দিয়েছেন, তাই উনার প্রতি সন্তুষ্ট। হঠাৎ করে ফেসবুকে দেখেছি বিএনপি কর্মসূচি দিয়েছে।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

August 2022
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন