পেয়ারা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ , ৯ আগস্ট ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইফরাত ভুইয়া (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
ইফরাত ওই এলাকার ভুইয়া বাড়ির হাকিম ভুইয়ার ছেলে। সে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল।
ইফরাতের পরিবারের সদস্যরা জানান, ইফরাত বাড়ির পাশে পেয়ারা গাছের ডাল কাটতে ওঠে। এ সময় অসাবধানতাবশত পাশের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে সে অচেতন হয়ে পড়ে। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য লিখুন