সরাইলের শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কমিটি ঘোষণা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ , ২৩ জুলাই ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ২০২২- ত্রি-বার্ষিক সম্মেলনে মো. ছায়েফ উল্লাহ ঠাকুর সভাপতি ও শেখ লুৎফুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।আজ শুক্রবার (২২ জুলাই) বিকালে সরাইল উপজেলা দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্টিত হয়।শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান মাস্টারের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন, সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড.নাজমুল হোসেন,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩১২ আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.মজিবুর রহমান বাবুল, শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছায়েফ উল্লাহ ঠাকুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুর রাশেদ, আওয়ামীলীগের সদস্য সৈয়দ আবদাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য এড. জয়নাল উদ্দিন জয়,উপজেলা আওয়ামী লীগের মো. মাহবুব খন্দকার,উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.কায়কোবাদ,
এ সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নাজিম উদ্দিন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা, আছমা বেগমসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে মো.ছায়েফ উল্লাহ ঠাকুর সভাপতি ও শেখ লুৎফুর রহমান মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এ কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে বলে জানা যায়।
আপনার মন্তব্য লিখুন