১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ার গিরিধারী মন্দিরের জায়গা ও পুকুর দখলের পায়তারার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ , ২৩ জুলাই ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

এনই আকন্ঞ্জি ,মধ্যমেড্ডা বনিকপাড়া শ্রীশ্রী গিরিধারী মন্দিরের জায়গা ও পুকুর দখলের পায়তারার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনে গিরিধারী মন্দিরের সভাপতি বিনোদ বনিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিদ্যুৎ বৈদ্যের পরিচালনায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টাণ ঐক্য পরিষদের জেলা সাধারন সম্পাদক প্রদ্যুোৎ রঞ্জন নাগ,প্রেসিডিয়াম সদস্য জহরলাল সাহা,বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার দেব, জেলা হিন্দু মহাজোটের সভাপতি জয় শংকর চক্রবর্তী, সাধারন সম্পাদক প্রবীর চৌধূরী রিপন,জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারন সম্পাদক এডঃ অসীম কুমার বর্ধন, জেলা পুজা পরিষদের সাধারন সম্পাদক পরিতোষ রায়,জেলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক হরিপদ ভৌমিক দুলাল,ঐক্য পরিষদের সদর উপজেলা সভাপতি সব্যসাচী পাল,সাধারন সম্পাদক সুভাষ দাস,সাংগঠনিক সম্পাদক দিলীপ বর্মন,জেলা আইনজীবী ঐক্যপরিষদের সাধারন সম্পাদক এডঃ যতন শর্মা,বীর মুক্তিযোদ্ধা সুবোধ দাস,জেলা সেচ্চা সেবকলীগের সহ-সভাপতি বিজয় মল্লিক,শহর আ’লীগের সদস্য বিজয় কুমার দেব,আশুগঞ্জ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অর্জুন তলাপাত্র, গিরিধারি মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক নারায়ণ বনিক প্রমুখ। মানববন্ধনে বক্তাগন বলেন-ভুমিদস্যুরা শ্রীশ্রী গিরিধারী মন্দির ও হিন্দুদের মন্দির বাড়ীঘর লক্ষকরে দখল করার পায়তারায় লিপ্ত রয়েছে। মেড্ডার গিরিধারী মন্দিরের ৭৬ শতক জায়গা দখল করে নেয়ার পায়তারা করছে,আমরা এদের কু-দৃষ্টি থেকে বাচাঁর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সারাদেশে দেশে যে ভাবে হিন্দু সম্প্রদায় নির্যাতিত হচ্ছে তা থেকে রেহাই পাওয়ার জন্য সরকারের প্রতি উধাও আহব্বান জানান।বক্তাগন আরোও বলেন, মেড্ডার গিরিধারী প্রাচীন মন্দিরটি রক্ষাকরা আমাদের সকলের দায়িত্ব আমরা ভুমিদস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং দখলকারী ভুমিদস্যু কমল বনিক,বাসুদেব বনিক,কৃষ্ণ প্রসাদ বনিক,শিবু প্রসাদ বনিক ও বিশ্ব দেব,সন্জয় দেব গংদের করাল গ্রাস থেকে মন্দির ও মন্দিরের জায়গা ভুয়া কাগজপত্র সিজন করে দখলের পায়তারা করে আসছেন দীর্ঘদিন ধরে। আমরা এ সকল ভুমিদস্যুদের কবল থেকে মন্দিরের জায়গা উদ্বারের জন্য যা কিছু করতে হয় তাই আমরা করতে প্রস্তুত আছি এবং প্রশাসনকে এব্যাপারে সজাগ থাকার জন্য অনুুরোধ

জানাই।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন