আখাউড়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ , ২২ জুলাই ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে এক স্কুল ছাত্রী। এ সময় বরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার দুপুরে পৌর এলাকার দেবগ্রামে এ অভিযান চালানো হয়। সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী ও পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. ঈশান এ তথ্য নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দেবগ্রাম পূর্ব পাড়ার বাসিন্দা স্কুল পড়ুয়া শিক্ষার্থীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরার মো. রফিকুল ইসলামের ছেলে মো. আমিন খাঁনের বিয়ের দিন ধার্য্য ছিলো শুক্রবার।
দুপুরে অতিথিসহ বরযাত্রীরা খাওয়া দাওয়ার প্রায় শেষ পর্যায়ে কনের বাড়িতে হাজির হন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী। এ সময় তিনি উভয় পরিবারের লোকজনকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বুঝান। ৫০ হাজার টাকা জরিমানা করেন বর আমিন খাঁনকে। এছাড়া দুই পরিবারের কাছ থেকেই মুচলেকা আদায় করা হয়। অভিযানের সময় আমন্ত্রিত অতিথিদের অনেকে সটকে পড়েন।
আপনার মন্তব্য লিখুন