নবীনগরে বিপুল পরিমাণ মাদক সহ সম্রাট সম্রাজ্ঞি আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ , ১৫ জুলাই ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের পৌর এলাকার মাদক সম্রাট লিটন দেবের বাড়ি হইতে ১২০০ পিস ইয়াবা সহ ০৩ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেন নবীনগর থানা পুলিশ।
গত ১৪/০৭/২০২২ইং তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলাম, নবীনগর সার্কেলের দিক-নির্দেশনায় এবং নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ এর সার্বিক তত্ত্বাবধানে নবীনগর থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল নিয়মিত মামলায় আসামী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে এসআই/মোঃ ময়নাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নবীনগর মধ্যপাড়া সাকিনস্থ মাদক সম্রাট লিটন দেবের বাড়িতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক সহ মাদক সম্রাট লিটন দেব(৪৬) ও মাইনুল ইসলাম মাদক সম্রাজ্ঞী মনি রানী দেব(৪০) কে আটক করেন।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী লিটন দেব ও তার স্ত্রী মনি রানী দেব জিআর নং-১০৮/২০ (নবীনগর) মূলে ০২ (দুই) বছরের সাজাপ্রাপ্ত আসামী। তাছাড়াও লিটন দেবের বিরুদ্ধে নবীনগর থানার ১৪টি মাদক মামলা ও মনি রানী দেবের বিরুদ্ধে ০৭ টি মাদক মামলা এবং ময়নুল ইসলামের বিরুদ্ধে ০২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
এবিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন