কসবায় শতবছরের পুরাতন খাল ভরাট করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ , ২৮ জুন ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মোহাম্মদ রাসেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বায়েক ইউনিয়নে শতবছরের পুরাতন খাল ভরাট করার প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া দক্ষিণপাড়া গ্রামে খাল পাড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন গ্রামের কৃষক ফজলুল হক, জসীম মিয়া, হিরন মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চারুয়া গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া শতবছরের প্রাচীন খালটি ভরাট করে আশ্রয় প্রকল্পের উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। এতে এলাকার প্রায় শতাধিক কৃষকের পাঁচশ কানি ধানিজমি চাষাবাদ ব্যহত হবে। বক্তরা আরো বলেন, আমরা আশ্রয়প্রকল্পের বিরোধী নয়। তবে কৃষকের স্বার্থে বিবেচনা করে প্রকল্পটি অন্যত্র সরিয়ে নিতে আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
হিরণ মিয়া নামে আরেক কৃষক বলেন, এই খালে একসময়, ট্রলার ও নৌকা চলত। দীর্ঘদিন ধরে খালটি না কাটায় পলি পড়ে ভরাট হয়েছে। কিন্তু পানিপ্রবাহ কমবেশি ছিল। যে পানি খালে ছিল, তা দিয়েই এলাকার সবাই কৃষিজমিতে সেচকাজে লাগাত। এখন আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকাজ করায় খালের পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেল।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে। পরে প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য লিখুন