পদ্মাসেতুর উদ্বোধন উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ , ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি ,২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধন উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীনের পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন। এ সময় বক্তারা বলেন, পদ্মাসেতু দেশের অর্থনীতিসহ জনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। এই পদ্মাসেতুর উদ্বোধন বাঙ্গালি জাতির জন্য গর্বের। সভায় পদ্মাসেতু উদ্বোধন উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ র্যালী, আলোচনা সভা, প্রচারণার জন্য শহরে ব্যানার-ফেস্টুনের মাধ্যমে সুসজ্জিত করার সিদ্ধান্ত গৃহিত হয়।
আপনার মন্তব্য লিখুন