কুরুলিয়া খালে গোসল করতে নেমে পানিতে ডুবে এক নারীর মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ , ৩ জুন ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার কুরুলিয়া খালে গোসল করতে নেমে পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সীমা (২২) আখাউড়ার মসজিদ পাড়ার দুধ মিয়ার মেয়ে। শহরের নয়নপুরে ওসমান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তিনি। তার একটি পুত্রসন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলে নয়নপুর ফরিদ মিয়ার বয়লারের ঘাট দিয়ে কুরুলিয়া খালে গোসল করতে নামেন সীমাসহ চারজন। এসময় স্রোতের টানে তাদের সবাই খালের মাঝে চলে যান এবং তলিয়ে যেতে শুরু করেন।
পরে স্থানীয় লোকজন রশি ফেলে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও সীমা নিখোঁজ হন। ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের একটি দল ঘটনাস্থলে এসে খালে কুচুরীপানায় আটকে থাকা সীমার মরদেহ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ জানান, খবর পেয়ে সীমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন