১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে সাপু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ , ৩০ মে ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) সরাইল পুলিশ হেফাজতে ব্যবসায়ী নজীর আহমেদ সাপু হত্যার বিচার বিভাগীয় তদন্ত, জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ মে সোমবার সকালে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেএই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বিক্ষুদ্ধ সরাইল বাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন,সরাইল উপজেলা মুুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমন্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন।পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিহতের বড় ভাই এবং বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সরাইলে ভূমিদস্যু চক্রের সৃষ্টি হয়েছে, এ ভূমিদস্যু চক্ররা বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের জায়গা দখল করে। এসব চক্রের নোংরামির কারনে সরাইলে হত্যার ঘটনা ঘটছে। বক্তারা বলেন,সাপু হত্যার এফআইআরভুক্ত আসামিদের পুলিশ আজও গ্রেপ্তার করতে পারে নাই। নিহত সাপুর পরিবারের উপর আবার মিথ্যা অভিযোগ দায়ের করেছে তারা। আপনার আসুন দেখুন তাদের পরিবার পরিজন তাদের ঘরে আছে। মিথ্যা অজুহাত দিয়ে পার পাওয়া যাবে না। বক্তারা বক্তব্যে আরোও বলেন, আরে ঘুষ খাই না কে?সবাই খাই, বাড়ির কলে ও ঘুষ খাই।এক বদনা পানি দিলে কলে পানি উঠে। কলেওঘুষ খাই,ঘুষ খাইলে আমরাতো কোন বাধা দেইনা। এমন একটা তরতাজা মানুষটা মরে গেল,তার শিশু তিনটা বাচ্চা আছে, এ মামলাটা ত্বরান্বিত না করে। উল্টা আবার বাউলা গান গাইতেছে। এটা কি সঠিক। তাই আমরা বলতে চাই, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবী জানান বক্তারা ।সরাইল উদীচীর সভাপতি মোজাম্মেল পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,জাতীয় কৃষক খেতমজুর সমিতির জেলা সভাপতি আবদুস সোবহান মাখন, উপজেলা জাতীয় পার্টি নেতা মো.বিলাল মিয়া,সাংবাদিক আবেদুর আর শাহীন, প্রভাষক মো. হানিফ মুন্সী, মো. জাফর আহমেদ আকসির,ফুটবলার আবুল কাসেম, মো. শাহেদ মিয়া প্রমুখ। মানবন্ধনে সরাইল এলাকাবাসী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ব্যবসায়ী নজীর আহমেদ সাপু গত ২১ এপ্রিল রাতে সরাইল থানা পুলিশের হেফাজতে নিহতের অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এই ঘটনায় আদালত ও থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2022
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন