সরাইলে জিয়াউর রহমান এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ , ৩০ মে ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। সরাইল উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে উপজেলা বিএনপিওঅঙ্গসংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। আজ সোমবার ৩০ মে শহীদ প্রেসিডেন্টওজাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী (ডিএম দুলাল ), সদর ইউপি বিএনপির সভাপতি মো. কাজল মিয়া, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, কালিকচ্ছ ইউপি সভাপতি মো. ফারুক মিয়া, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, মো. রিপন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন লস্কর’সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট এর স্মৃতি চারণ করেন এবং দেশ উন্নয়নে তার অবদান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসাবে তাঁকে আখ্যায়িত করেন।
আপনার মন্তব্য লিখুন