ব্রাহ্মণবাড়িয়ায় ৭ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ , ৩০ মে ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
গত দুইদিনে জেলার বিভিন্ন উপজেলায় ৭টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ২টি, সরাইল উপজেলায় ৩টি ও নবীনগর উপজেলায় ২টি অবৈধ ক্লিনিক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে গত শনিবার সকাল থেকেই জেলার ৯টি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে অভিযান শুরু হয়। অভিযান চলাকালে শনিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডায় অবস্থিত দি মেডিনোভা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, একই এলাকার হযরত শাহপরান জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সরাইল উপজেলার পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, একই উপজেলার তিতাস ডায়াগনস্টিক সেন্টার ও বিসমিল্লাহ প্যাথলজি সেন্টার, নবীনগর উপজেলার গ্রামীন হাসপাতাল ও তিতাস ডায়াগনস্টিক সেন্টার।
আপনার মন্তব্য লিখুন