সরাইলে গরু হৃষ্ট-পুষ্ট করণে খামারীদের প্রশিক্ষণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ , ৩০ মে ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রানীসম্পদ দপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তিতিতে গরু হৃষ্ট-পুষ্ট করণ প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকাএর অর্থায়নে ৩দিন ব্যাপী খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মে) সকাল দশটার দিকে সরাইল উপজেলা প্রানীসম্পদ অফিসের হলরুমে প্রথম দিনের প্রশিক্ষন কর্মশালা শুরু হয়। এতে সরাইলের বিভিন্ন ইউনিয়ন থেকে ২৫জন খামারী অংশগ্রহন করেন। বক্তব্যে বক্তারা বলেন, সারা বছর মাংসের চাহিদা পূরণ ও পবিত্র ঈদুল আযহা কে কেন্দ্র করে সরাইলে কোরবানীর পশু প্রস্তুত করা সহ গবাদি পশু হৃষ্ট-পুষ্ট করার জন্য খামারীদের সার্বিক সহযোগিতা ও উৎসাহ প্রদান করার লক্ষ্যে আমাদের এ প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। সরাইল উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে খামারী প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা.এবি এম সাইফুজ্জান।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রানিসম্পদ ডা.এমরান হোসেন ভূইঁয়া প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন