১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

পদ্মা সেতু হয়ে গেছে তাই বিএনপির সহ্য হচ্ছে না- আইনমন্ত্রী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ , ২৭ মে ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

স্টাফ রিপোর্টারঃ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের জনগণের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু আওয়ামী লীগ সরকার বানাতে পেরেছে সেটি বিএনপির সহ্য হচ্ছে না, এ জন্য তারা অপপ্রচারে লিপ্ত রয়েছে।
শুক্রবার (২৭  মে) সকালে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর ও চানপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় তিনি বাংলাদেশের মানুষকে বিএনপির ওই সব অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আখাউড়ায় আশ্রয়ণ প্রকল্পের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, যারা দুর্নীতিতে জড়িত তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতিতে আরও যদি কেউ জড়িত থাকে, আর সেটি যদি সারা দেশের যে কোনো জায়গায় হয়, তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী আনিসুল হক সকালে আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনযোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসেন। শুক্রবার সন্ধ্যায় মহানগর গোধুলি এক্সপ্রেস ট্রেনযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2022
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন