২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

শহরের কান্দিপাড়ায় বকেয়া বিল আদায় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে বাখরাবাদের অভিযান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ , ২৩ মে ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

এনই আকন্ঞ্জি,সোমবার (২৩ই এপ্রিল ) সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কান্দিপাড়া এলাকায় টানা অভিযানে অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করার জন্য ১টি ও বকেয়া বিলের জন্য ২টি বাড়ী সহ ৩ টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় বকেয়া বিল আদায়ের জন্য কান্দিপাড়া এলাকার ৪০ টি বাড়ি পরিদর্শন করা হয়

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় বাখরাবাদের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস ব্যবহারের বকেয়া বিল আদায়ের লক্ষ্যে সাড়াশি ধন্যবাদ অভিযান পরিচালনা করছেন ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কর্মকর্তাগণ। আভিযানিক টিম পৌরসভার প্রতিটি মহল্লার প্রতিটি বাসায় যাচ্ছেন। সংযোগ অবৈধ হলে বিচ্ছিন্ন করা হচ্ছে। বকেয়া থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত বিল পরিশোধের আহ্বানও জানাচ্ছেন। এরই মধ্যে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে।
অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ব্রাহ্মণবাড?িয?া আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার (ইএস শাখা) প্রকৌশলী শফিকুল হক, সহকারী প্রকৌশলী তারিকুল ইসলাম উপ-সহকারী প্রকৌশলী (সেলস) মনিরুল ইসলামসহ কোম্পানির কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বাখরাবাদের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ডিজিএম প্রকৌশলী শফিউল আলম সাড়াশি অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন। জেলা প্রশাসক মহোদয় আমাদের অভিযানে ম্যাজিস্ট্রেট দিলে আরও বড় পরিসরে আমরা অভিযান করতে পারব তিনি বাখরাবাদের বকেয়া বিল পরিশোধের জন্য গ্রাহকদের অনুরোধ করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2022
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন