‘বিশিষ্ট সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী আর নেই’ শোক প্রকাশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ , ১৯ মে ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ব্রাহ্মণবাড়িয়ার টাইমস পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত ও গভীর শোক, শ্রদ্ধাঞ্জলি, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ এক প্রগতিশীল, সৃজনশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন অগ্রপথিককে হারালো। তার মৃত্যু দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
আপনার মন্তব্য লিখুন