সাংবাদিক মুক্তার হোসেনের উপর হামলার প্রতিবাদে কসবায় মানববন্ধন ও র্যালি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ , ১৮ মে ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মোহাম্মদ রাসেল মিয়া :দৈনিক মানবজমিনের দাউদকান্দি প্রতিনিধি মুক্তার হোসেন এর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কসবায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি এম এস এফ) কসবা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কসবা উপজেলা শাখার সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাছিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রত্যাশা টিভির সম্পাদক ও দৈনিক যায়যায় কালের কসবা প্রতিনিধি মোঃ রাসেল মিয়া, মানবাধিকার কর্মী বশির, হাসান, দৈনিক মানবজমিন কসবা প্রতিনিধি, সজল আহাম্মদ খান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতা আহাদ ইসলাম, দৈনিক পেন ব্রিজ পত্রিকার স্টাফ রিপোর্টার মোবারক হোসেন চৌধুরী নাছির সহ শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
আপনার মন্তব্য লিখুন