বিজয়নগর থেকে ৩২০০ পিস ইয়াবা, ৬ কেজি গাঁজাসহ আটক এক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ , ১৮ মে ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, অভিযানে ৩২০০ পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করে।
গত ১৬ মে সহকারী কমিশনার (ভূমি), বিজয়নগর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় এর ব্রাহ্মণবাড়িয়া‘র সহকারী পরিচালক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিজয়নগর থানাধীন জলিলপুর গ্রামস্থ আসামী শাহালম এর বসতঘরের বারান্দায় রক্ষিত মোটর সাইকেল ও বসতঘরের সামনে রক্ষিত সি.এন.জি চালিত অটোরিক্সা তল্লাশী করে ৩২০০ পিস ইয়াবা, ৬ কেজি গাঁজা, ১টি সি.এন.জি, ১টি মোটরসাইকেল, তিনটি মোবাইল ও নগদ ৫০০০০ হাজার টাকাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: সালাম ওরফে শাহালম (৪৫) গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দেয়া হয়েছে।
আপনার মন্তব্য লিখুন