আশুগঞ্জ থেকে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ , ১৮ মে ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৫০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক করেছে র্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা।
বুধবার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র্যাব-১৪।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আকাইদ (২৫), মোঃ আলী হোসেন (৩৫) ও মোঃ জাহির মিয়া (৩৫) কে আটক করে। এসময় পাচারের কাজে ব্যবহৃত দুইটি প্রাইভেটকার থেকে তল্লাশী চালিয়ে পঞ্চাশ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ-৭৫০০/-টাকা‘সহ উদ্ধার করে। পরে প্রাইভেটকারগুলো জব্দ করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন