২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

নৌকা ডুবিয়ে নবীনগরে সেই আ.লীগ নেতা এখনও স্ব-পদে বহাল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ , ১৫ মে ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

এনই আকন্ঞ্জি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা ডুবিয়ে সেই আ.লীগ নেতা এখনও তিনি স্ব-পদে বহাল। ধরে রেখেছেন দলীয় পদ। এই আ.লীগ নেতা হলেন স্থানীয় রতনপুর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা ভিপি মারুফ। তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেন। চেয়ারম্যান পদে জয়লাভও করেন। তিনিই এখন আবার ইউনিয়নে ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন করার উদ্যোগ গ্রহন করেছেন। তার এই কার্যক্রম নিয়ে হতাশ স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা।

জানা যায় তৃতীয় ধাপে গত বছর ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রতনপুর ইউনিয়নে আ.লীগের দলীয় মনোনয়ন পান রতনপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন শাকিল। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে ছিলেন রতনপুর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা ভিপি মারুফ। নির্বাচনে নৌকা প্রতীকে আ.লীগ প্রার্থী সৈয়দ জাহিদ হোসেন শাকিল পেয়েছিলেন ৬,৩৭৮। আর বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা ভিপি মারুফ আনারস প্রতীকে ৬৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। ইউপি নির্বাচনের সময় বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা ভিপি মারুফ’র বিরুদ্ধে স্থানীয় আ.লীগ নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছিল নির্বাচন শেষ হলে তিনি দেখবেন, এমন একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ফলে নৌকা পরাজিত হওয়ার পর আ.লীগ প্রার্থীর নির্বাচন করে বিপাকে স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আ.লীগ নেতাকর্মী জানান নৌকা ডুবিয়ে গোলাম মোস্তফা ভিপি মারুফ এখনও স্ব-পদে বহাল। ফলে আমরা যারা নৌকার নির্বাচন করেছিলাম খুবই বিপাকে আছি। এখন সে তার পছন্দের লোক দিয়ে ওয়ার্ড কমিটি করার পায়তারা করছে। এই সময় আ.লীগের নেতাকর্মীরা তাকে দ্রত এই পদ থেকে সরিয়ে দেওয়া দাবি জানান।
এই ব্যাপারে নবীনগর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদলের মুঠোফোনে একাধিক ফোন করলেও তিনি রিসিভ করেননি।
তবে নবীনগর উপজেলা আ.লীগের দায়িত্বে থাকা জেলা আ.লীগের সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতন মুঠোফোনে জানান আগামি ১৯ মে নবীনগর উপজেলা আ.লীগের বর্ধিত সভা। আমি তার বিষয়টি জেনেছি। সেখানে তার ব্যাপারে আলোচনা করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2022
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন