সরাইলে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় দুই পুলিশসহ ১৫ জনকে আসামী করে মামলা, এসপিকে তদন্তের নির্দেশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ , ১২ মে ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যার অভিযোগে পুলিশের এস,আই ও এ,এস,আইসহ সহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মামলার বাদীপক্ষের আইনজীবী মোঃ নাছির এই তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন সুলতানা নিগার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে গত রোববার দুপুরে নিহত ব্যবসায়ী নজির আহমেদ সাপুর স্ত্রী শিরীন সুলতানা রিমা বাদী হয়ে সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল এবং এএসআই সাইফুলসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় অন্য আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগের পাশাপাশি ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধ নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে (২০১৩) অভিযোগ আনা হয়েছে। রোববার জেলা ও দায়রা জজ শারমিন সুলতানা নিগার বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আদেশের জন্য রেখে দেন। পরে মঙ্গলবার তিনি মামলাটি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশ দেন।
গত ২১ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নিজ সরাইল গ্রামের ব্যবসায়ী নজির আহমেদকে পুলিশ হেফাজতে হত্যার অভিযোগ উঠে।
আপনার মন্তব্য লিখুন