১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে থেমে থেমে বৃষ্ট, জনগণের দুর্ভোগ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ , ১০ মে ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)মেঘাচ্ছন্ন আকাশ। থেমে থেমে সরাইলে সকাল থেকে বৃষ্টি।সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। তবে, তা শুধু ঘরে থাকলেই। ঈদের আনন্দ শেষ হতেই প্রচণ্ড গরমে পর বৃষ্টি মাথায় নিয়ে যারা ঘর থেকে বেরিয়েছেন পড়তে হয়েছে দুর্ভোগে। টানা দিন ধরে থেমে থেমে বৃষ্টিতে জনজীবন যেন বিপর্যস্ত।উপজেলাবাসীর ঘুম ভাঙেনি। হঠাৎ আজ মঙ্গলবার সকালে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি। যারা ঘরের জানালা খুলে ঘুমিয়েছিলেন আচমকা শব্দে তাদের কারও ঘুম ভাঙল। ঘুমের আড়মোড়া ভেঙে জানালা লাগিয়ে দেন তারা। ততক্ষণে এক পশলা বৃষ্টি হয়ে গেছে।সকাল থেকে বৃষ্টি শুরু, যা চলে সারা দিন ও সন্ধ্যা পর্যন্ত। এখন হালকা বৃষ্টি পড়ছে। টানা বৃষ্টিতে সরাইলের কোনো কোনো জায়গায় দেখা দিয়েছে হালকা জলাবদ্ধতা।কেউ কেউ ভেবেছিলেন, সকালে বাজারে কাজ শেষ করে অফিসে বা বিভিন্ন কাজে যোগ দিবেন, সকাল যদিও দিন বাড়তে থাকলে বৃষ্টির দাপট কিছুটা কমে আসতে শুরু করেছে। তবে বৃষ্টি নেই হয়ে যায়নি। ঝরছে টিপটিপ করে। যাকে বলে ঝিরিঝিরি বৃষ্টি।বৃষ্টিতে সরাইলের বাসিন্দাদের খুব যে একটা ক্ষতি হয়েছে সেটা বলা যায় না। কেননা, এখনো সবার মনে ঈদের আমেজ। অফিসে কিংবা কর্মস্থলে যাওয়ার তাগিদ নেই। তাই বৃষ্টির সকালটায় আরামদায়ক আলস্যে কাটিয়ে দিচ্ছেন কেউ কেউ। বৃষ্টির পরশে বয়ে যাওয়া ঠাণ্ডা হাওয়ায় ঘুমকাতুরেদের ঘুম ভাঙতে খানিকটা দেরি হবে বুঝি! ছবিটি আজ দুপুরে সরাইল উপজেলা অফিস পাড়া থেকে তোলা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2022
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন