ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ , ৬ মে ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি ,ব্রাহ্মণবাড়িয়ায় ২০২১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কাউতলীতে স্থানীয় দৈনিক পেনব্রীজ এর উদ্যোগে ও স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় স্বপ্নতরী কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ। দি ডেইলি পেনব্রীজের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, আবাবিল গ্রæপ অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম স্বপন, স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাহের উদ্দিন ভূঁইয়া প্রমূখ। এ সময় বক্তারা, শিক্ষার্থীদের তাদের সফলতার ধারাকে অব্যাহত রেখে দেশ ও সমাজের কল্যানে এগিয়ে যাওয়ার আহবান জানান। পরে অতিথিবৃন্দ এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মানান ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করেন।
আপনার মন্তব্য লিখুন