ব্রাহ্মণবাড়িয়ায় বেপরোয়া গতির যাত্রীবাহি বাস খাদে, চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ , ৩০ এপ্রিল ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বেপরোয়া গতির যাত্রীবাহি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে চাপা দেয়ায় আরমান মিয়া (৩২) নামের আরোহী নিহত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আরমান মিয়া নরসিংদী জেলার বেলাব উপজেলার আলফাজ উদ্দিনের ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলীগামী দিগন্ত পরিবহণের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে যায়। এসময় সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবক বাসের চাপায় নিহত হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানোর হয়েছে।
আপনার মন্তব্য লিখুন