১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে সাপুর শোকসভায় নিরুপেক্ষ তদন্ত সংস্থার মাধ্যমে তদন্তের দাবী বক্তাদের

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ , ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ছাত্রলীগ নেতা ব্যবসায়ী নজির আহমেদ সাপুর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সরাইল উপজেলার সদর ইউনিয়নের আলী নগর মাদ্রাসার মাঠে। আলী নগর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শাহ মোঃ আবুল কাসেমের সভাপতিত্বে ও নিহত নজির আহমেদের বড় ভাই জাফর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্যে সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুর রাশেদ বলেন,সাপু হত্যা ঘটনায় সরাইল থানাপুলিশের ভূমিকা অত্যন্ত রহস্যজনক। সাপু হত্যার ঘটনায় একটি নিরপেক্ষ তদন্ত দরকার। সরাইল থানায় কর্মরত কোনো পুলিশ অফিসার এ ঘটনার তদন্ত করলে এলাকাবাসী তা মেনে নেবে না।
এ সময় তিনি বলেন, ছাত্রলীগের সাবেক নেতা নজির আহমেদকে এলাকার সবাই জানে সে ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। নজির আহমেদের বাড়ি থেকে চোরকে ধরে নিল পুলিশ,চোরের সাথে বাদি হিসেবে বাড়ির মালিক সুস্থ সবল ব্যবসায়ী নজির আহমেদকেও ধরে নিল পুলিশ। আবার পুলিশ বলছে, আহত চোরকে চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়ার পথে চোরের সাথে বাদী নজির আহমেদ সাপুকে নেওয়ার সময় সাপু অসুস্থ হয়ে মারা যান।
তিনি পুলিশকে লক্ষ্য করে আরও বলেন, সাবেক ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নজীব আহমেদ সাপু হত্যার ঘটনায় সরাইল থানাপুলিশ জড়িত। এ হত্যার দায় সরাইল পুলিশকে নিতে হবে। বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আরও বলেন, সরাইল থানা বিভিন্ন কারণে এখন অসৎ হয়ে গেছে। সরাইলের মাটিতে সাপু হত্যার বিচার হতে হবে; নইলে এ হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী আন্দোলনে নামতে বাধ্য হবে।
শোকসভায় বক্তব্যে সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য এড. জয়নাল উদ্দিন জয় বলেন, আপনারা জানেন সরাইলে কোন হত্যাকাণ্ডের এ পর্যন্ত বিচার হয়নি। তাই হত্যার ঘটনা বারবার সংঘটিত হচ্ছে। সাবেক ছাত্রলীগ নেতা নজির আহমেদ এর হত্যাকান্ডের দায়ভার পুলিশ এড়াতে পারে না,এর সাথে পুলিশ জড়িত রয়েছে। তাই এর সুষ্ঠু বিচারের করতে নিরুপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
আইনজীবী ও আওয়ামী লীগ নেতা তানভীর হোসেন কাউছার তিনি তার বক্তব্যে বলেন, এই এলাকার ভূমিদস্যু কারা। ভূমিদস্যুরা কেন এখানে এসেছে সেগুলো চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনতে হবে। আইনজীবী এসময় আরোও বলেন, সাবেক ছাত্রলীগ নেতা নজির আহমেদ সাপু হত্যাকান্ডে জড়িতদের শাস্থির দাবি করে তিনি বলেন, এ হত্যাকান্ডের সাথে অনেকে জড়িত তাই নিরুপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
শোক সভায় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সুপ্রিম কোর্ট আইনজীবি সহকারি সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ নুর মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ভূইয়া, সহিলপুর কলেজ পরিচালনা কমিটির সদস্য হানিফ মুন্সী, সাবেক মেম্বার শাহ রইছ আলী, ব্যবসায়ী জয়নাল আবেদীন, জাপা নেতা বিল্লাল হোসেন, ইউপি সদস্য সালা উদ্দিন সুরুজ, নিহত নজির আহমেদের বড় ভাই হোসাইন আহমেদ তফছির প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা তানিম। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব মুফতি নাঈম। সাবেক ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নজির আহমেদ সাপু একটি ভূমিদস্যু চক্র এবং সরাইল থানায় পুলিশের নির্যাতনে নিহত হওয়ার অভিযোগ করে বক্তাগণ এই হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্থি দাবি করেন।
উল্লেখ্য থাকে যে গত ২১ এপ্রিল রাত সাড়ে ৯ টায় উপজেলার সদর ইউনিয়নের নিজসরাইল গ্রামের হাফেজ উবায়দুল্লাহর পুত্র, ছাত্রলীগের সাবেক নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নজির আহমেদ এর বাড়িতে চোর সন্দেহে আটক একজনকে আটক করে থানায় নিয়ে যায় সরাইল থানা পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন