ব্রাহ্মণবাড়িয়ায় ফারুকী বাজারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ , ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জিঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী ফারুকী বাজারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের ডাকা আধাবেলার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার পর ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি জানায় ব্যবসায়ী নেতৃবৃন্দ। ব্যবসায়ীরা জানান, গত রবিবার শহরের ঐতিহ্যবাহী ফারুকী বাজারে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ীদের মারধার ও ভাংচুরের ঘটনায় মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আধাবেলার ধর্মঘট ডাকে বাজার কমিটি। এরই আলোকে ভোর থেকেই বাজারের সকল দোকানপাট বন্ধ ছিল। তবে সকাল ১০ টার পর পুলিশ ও স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে বিষয়টির সমাধান হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার বিকেলে কাজী পাড়া হাজী বাড়ির ইরফান ও এজাজুল নামের দুইজন ইফতার কিনতে বাজারে আসেন। এ সময় টাকা ভাঙ্গানো নিয়ে ব্যবসায়ীদের সাথে তাদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দু পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ইরফান ও এজাজুলের নেতৃত্বে দুর্বৃত্তরা বাজারে এসে ভাংচুর চালায় এবং ব্যবসায়ীদের মারধর করে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। সৃষ্ট পরিস্থিতিতে ব্যবসায়ীরা নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত আধাবেলা ধর্মঘট আহাবান করে।
আপনার মন্তব্য লিখুন