কসবায় এলোপাতাড়ি কোপে ভাতিজার হাতে চাচা খুন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ , ২৫ এপ্রিল ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মোহাম্মদ রাসেল মিয়া (কসবা) ব্রাহ্মণবাড়িয়া: কসবা উপজেলায় ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা। নিহত ব্যক্তির নাম আবু বক্কর (৪৭)। সোমবার ভোরে উপজেলার খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ওই গ্রামের আলফাজ আলীর ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত সবুজ পলাতক আছেন। তিনি একই গ্রামের রুকু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর বাড়ির পাশের সীমানায় সবুজ মিয়ার বাড়ি। তবে বৃষ্টি এলে আবু বক্করের ঘরের চালের পানি গড়িয়ে সবুজ মিয়ার সীমানায় যায়। এ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
আবু বক্করের পরিবারের সূত্রে জানা গেছে , আজ সকালে আবু বক্কর খাড়েরা গ্রামের বাজারে দুধ কিনতে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে সবুজ মিয়া ও তাঁর লোকজন আবু বক্করকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে আবু বক্কর গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়েন। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে সবুজ মিয়া ও তাঁর লোকজন দৌড়ে পালিয়ে যান।খবর পেয়ে আবু বক্করের পরিবার ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া জানান, আবু বক্কর ও তার ভাই রুকু মিয়ার বাড়ি পাশাপাশি। আবু বক্করের একটি ঘরের চালের পানি রুকু মিয়ার সীমানায় পড়ে। এ নিয়ে সোমবার সকালে আবু বক্করের সঙ্গে রুকু মিয়ার ছেলে সবুজের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় সবুজ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আবু বক্করকে গুরুতর আহত করেন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত সবুজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মন্তব্য লিখুন