১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে ভূমিহীন ও গৃহহীনদের জমিওগৃহ প্রদানে প্রেস ব্রিফিং করলেন ইউএনও

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ , ২৪ এপ্রিল ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ এপ্রিল)বেলা ১টার দিকে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং করা হয়। অনুষ্ঠিত ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. আরিফুল হক মৃদুল জানান, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে সরাইলসহ দেশের সকল জেলায় ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে উপজেলায় ঘর পাচ্ছেন আরও ১০-টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। তৃতীয় ধাপে এই উপজেলায় আরো ১৫২টি বাড়ি নির্মাণের কাজ চলছে, জমি ক্রয়ের বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আরো ২১৮ টি পরিবারকে পুনর্বাসন করা হবে।এর মধ্যে আগামী ২৬ শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ১০ টি বাড়ি গৃহ হীন ও ভূমিহীনদের মধ্যে বাড়ি চাবি ও সনদ তুলে দিবেন।
আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে সরকারি খাস জমিতে তাদের জন্য আধাপাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। এতে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দুই রুম বিশিষ্ট রান্নাঘর ও বাথরুমের জন্য বরাদ্দ রয়েছে ২ লাখ ৫৯হাজার৫ শত টাকা। এরআগে প্রথম পর্যায় ১০২টি ও দ্বিতীয় পর্যায় ৩১টি ঘর ও উপজেলা পরিষদ রাজস্ব তহবিল হতে১টি সর্বমোট ১৩৪ টি ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে সরাইল উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ফারহানা নাসরিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছা.নিলুফা ইয়াছমিন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী মো.সালাহ উদ্দিনসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন