সরাইল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন- আনিছ সভাপতি, তপু সম্পাদক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ , ২৩ এপ্রিল ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে সরাইল উপজেলা বিএনপি। কাউন্সিলের উপস্থিতিতের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আনিছুল ইসলাম ঠাকুর। সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক পদে দুলাল মাহমুদ আলী(ডিএম) নির্বাচিত হয়েছেন। সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নে এড. নুরুজ্জামান লস্কর তপুর বাড়ির সামনের মাঠে আজ শনিবার ২৩ এপ্রিল দুপুর ২টার দিকে দ্বিবার্ষিক সম্মেলন সভা শুরু হয়। সরাইল উপজেলা বিএনপির আহ্বায়ক মো.আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপি জাতীয় নিবার্হী কমিটি সাংগঠনিক সম্পাদক ( কুমিল্লা বিভাগ ) মো.মোস্তাক মিয়া বলেন, দেশে আইনের শাসন বলে কিছু নেই। মানুষের ভোটাধিকার নেই। দেশ আজ গভীর সংকটে। তারা দেশে আবার পাতানো নির্বাচনের পাঁয়তারা চলছে। কিন্তু দেশে আর কোনো পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। সর্বত্র দুর্নীতি আর লুটপাটের মহোৎসব চলছে। দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে শহীদ জিয়ার আদর্শে জাতীয়তাবাদী শক্তি যেকোনো মূল্যে পাতানো নির্বাচন প্রতিহত করবে। এ সময় তিনি বলেন,দলে পদ নিয়ে প্রতিযোগিতা হবে তবে আমাদের মাঝে কোন প্রতিহিংসা থাকবে না। এর আগে সভায় উপজেলা বিএনপির সদস্যসচিব এড. নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ( কুমিল্লা বিভাগ ) মো. সায়েদুল হক সাঈদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন