১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সুধী সমাবেশ ও ইফতার অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ , ১৭ এপ্রিল ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) সরাইল মালিকাধীন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ’ হাসপাতাল ও সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে। সুধী সমাবেশের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী আগত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানান ও পাশাপাশি হাসপাতালের ৫০০ শয্যা বিশিষ্ট ইউনিভার্সেল মেডিসিটির চলমান নির্মাণ কাজ দ্রুততার সাথে এগিয়ে যাওয়া ও ব্রাহ্মণবাড়িয়া শাখার ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেসের শীঘ্রই সেবা কার্যক্রম শুরুর প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে হাসপাতালের সার্বিক উন্নতির জন্য সকলের দোয়া কামনা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা.আশীষ কুমার চক্রবর্তী। শনিবার(১৬ এপ্রিল) বিকালে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ’ হাসপাতালের উদ্যোগে উক্ত সুধী সমাবেশ ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া – ৩১২ সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো.শাহগীর আলম, জেলা পুলিশ সুপার মো.আনিসুর রহমান, সরাইল- আশুগঞ্জ আসনের সাবেক এমপি এড. জিয়াউল হক মৃধা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপচর্যা অধ্যাপক আতিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া চীফ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ, ব্রাহ্মণবাড়িয়া যুগ্ম জেলা জজ মোহাম্মদ নজরুল ইসলাম,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল-সার্কেল) এর এ এসপি মো.আনিছুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন। এসময় সরাইল-আশুগঞ্জ উপজেলাধীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ, প্রশাসন, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, চিকিৎসক ও সুশীল সমাজের প্রতিনিধিগনসহ তিন শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। ইফতার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, উচালিয়া পাড়া মাদ্রাসার মুহতামিম মাও. মো. জুহিরুল ইসলাম। অনুষ্ঠান শেষে আসন্ন ঈদ- উল ফিতরের উপহার সামগ্রী প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন