গণতন্ত্র ফিরিয়ে আনতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই জিল্লুর রহমান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ , ১৬ এপ্রিল ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শুক্রবার বিকেলে শহরের ফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড মসজিদ সংলগ্ন মাঠে দ্বি- বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এইচ এম আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ, এবি এম মোমিনুল হক,মোঃ আলী আজম,আসাদুজ্জামান শাহীন, মোঃ নিয়ামুল হক,সালেহ উদ্দিন আহমেদ,শরীফমৃধা, উদ্ভোধক হিসেব ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সাবেক সরকারি কলেজের জিএস নজির উদ্দিন আহম্মেদ,বিশেষ বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব হাজী মিজানুর রহমান , জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা মিয়া।জেলা যুবদলের সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দীলিপ,মহিলা দলের সাধারণ সম্পাদীকা সামীমা বাছির স্মৃতি, জেলা ছাএদলের আহবায়ক ফুজায়েল চৌধুরী, সহ স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানিম সাহেদ রিপন। ।সভায় হাজী মোঃ জারু মিয়াকে সভাপতি ও সেলিম মিয়াকে সাধারণ সম্পাদক ও আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান বলেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই।
আপনার মন্তব্য লিখুন