কসবায় এক সন্ত্রাসীর বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ , ৬ এপ্রিল ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
নিজস্ব প্রতিবেদকঃ নব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক সন্ত্রাসীর বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে গ্রামবাসী।
মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা সোয়া ১টার দিকে সৈয়দাবাদ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ গ্রামবাসী। এতে সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সৈয়দাবাদের এনামুল হক খান গ্রামে সন্ত্রাসী বাহিনী দিয়ে অত্যাচার করছে। এরই জেরে গত ৩০ মার্চ স্থানীয় বাজারে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মৃত আব্দুর রউফ ভূঁইয়ার ছেলের দোকানে ঢুকে চাঁদা দাবি করেন এনামুল হক খান। এ সময় তাদের চাঁদা প্রদানে অস্বীকার করলে হামলা করা হয় নোমান ভূঁইয়াকে।
এতবড় ঘটনার পর উল্টো নোমান ভূঁইয়াসহ তার ভাইদের মামলায় ফাঁসিয়ে দেন এনামুল। এই ঘটনার প্রতিবাদে জণগণের ব্যানারে গ্রামবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।
আপনার মন্তব্য লিখুন