ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে সংঘর্ষ আহত ২০
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ , ৩ এপ্রিল ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দু’দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, জমি সংক্রান্ত বিষয়ে ওই এলাকায় আনু সরকারের বাড়ি ও শেয়াল বাড়ির লোকজনের সঙ্গে বিরোধ চলছিল। এর জের শনিবার দুপুর দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় অন্তত চারজন পুলিশ আহত হন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন স্থানীয় এক সাংবাদিকও।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুপুর দুইটার দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। হামলাকারীদের ঢিলের আঘাতে পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
আপনার মন্তব্য লিখুন