১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সারা বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ ভালো আছে, আইনমন্ত্রী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ , ১ এপ্রিল ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

স্টাফ রিপোর্টারঃ সারা বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ ভালো আছে, যারা পাকিস্তানপ্রেমী এটা তাদের পছন্দ হয় না বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন বাংলাদেশ উন্নয়নের সব সূচকে এগিয়ে আছে। পাকিস্তানপ্রেমীরা চায় বাংলাদেশকে দাবায়ে রাখতে। কিন্তু তারা জানে না যে বাংলাদেশের জনগণকে কেউ দাবায়ে রাখতে পারবে না।’

বিএনপির ষড়যন্ত্রের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা যখন আমাদের জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের কাজে লিপ্ত ছিলাম, তখন রাতের বেলা আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করতে পেরেছিলেন। সেই সুযোগ আর পাবেন না, জনগণ সম্পূর্ণ প্রস্তুত। আপনাদের ষড়যন্ত্র জনগণ টোকায় টোকায় জবাব দেবে।’

মন্ত্রী আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ ছিল রাজাকার, আল শামসদের ঘাঁটি। তারা দেশটাকে চালাতেন। যারা মা-বোনদের ইজ্জত নিয়েছে, বাবা-ভাইকে হত্যা করেছে, তারা দেশের জাতীয় পতাকা উড়িয়ে মন্ত্রিত্ব করেছে। আর বলেছে, বাংলাদেশ তো ভিক্ষা না করলে চলবে না। তারা গেছে ইউরোপে ভিক্ষার থলি হাতে নিয়ে। সেই থলি যতক্ষণ না ভরতো, ততক্ষণ বাংলাদেশের বাজেট ঘোষণা দেওয়া হতো না। যদি দুই মিলিয়ন ডলার দিত, তাহলে বাংলাদেশের বাজেট হতো দুই দশমিক এক মিলিয়ন ডলার। এই টাকা এনে ওনাদের পকেট আর ভ্যানিটি ব্যাগ ভরা হতো। শেখ হাসিনা আসার পর বাংলাদেশ উন্নয়ন দেখেছে।’

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন