১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বাংলাদেশিদের সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার- ভারতের গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতাল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ , ২৭ মার্চ ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

এনই আকন্ঞ্জি, বাংলাদেশিদেরকে সাধ্যমত সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার করেছে ভারতের হায়দ্রাবাদের গ্লানিগেলস গ্লোবাল হাসপাতাল। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ওই হাসপাতালের বাংলাদেশের তথ্য কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে সংশ্লিষ্টরা এ আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরাম উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, মিস বাংলাদেশ-২০০৭ জান্নাতুল ফেরদৌস পিয়া, হাসপাতালের হেড অব ইন্টারন্যাশনাল জোৎন্সা ঠাকুর, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন। এছাড়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে হাসপাতালের সিইও গৌরব খুরানা বলেন, ‘আমরা সেবা দিতে বদ্ধপরিকর। বাংলাদেশিদেরকে আমরা আমাদের সাধ্যমত সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। এ হাসপাতালের সেবার মান যেমন ভালো তেমনিভাবে খরচো তুলনামূলক কম।’
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরাম উল্লাহ বলেন, ‘আমাদের দেশের মানুষ সেখানে গিয়ে যেন কম খরচে সুচিকিৎসা পায় সে আহবান রইলো। পাশাপাশি সেবা পেকে যেন কেউ দুর্ভোগের শিকার না হয়।’
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার খৈয়াসারের অবস্থিত ভারতের ওই হাসপাতালের তথ্য কেন্দ্রের পরিচালক তানভীর আহমেদ চৌধুরী জানান, বাংলাদেশি সেবা গ্রহীতাদের কাছ থেকে প্রথমে যাবতীয় তথ্য নেওয়া হবে। পরে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে। সেবাগ্রহীতারা বাংলাদেশে বসেই চিকিৎসা খরচ থেকে শুরু করে সব ধরণের তথ্য দেশ থেকে জেনে যেতে পারবেন।

হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, সেখানে লিভার প্রতিস্থাপন, কিডনি প্রতিস্থাপন, জয়েন্ট রিপ্লেসমেন্ট, মেরুদন্ডের অস্ত্রোপচার, নিউরোসার্জারি ও ব্রেন টিউমারর সার্জারি, হৃদরোগ বা ধমনীর চিকিৎসা, ল্যাপারোস্কোপিক ও মলদ্বারের অস্ত্রোপচার, মূত্রনালী সংক্রান্ত সমস্যার সেবা দেওয়া হয়। তথ্যকেন্দ্রে এসব চিকিৎসা ব্যয় ও সময় সম্পর্কে ধারণা, চিকিৎসকের অপয়েনমেন্ট দেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন