১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মানাধীন বহুতল ভবন থেকে ইট পড়ে স্কুল শিক্ষার্থীসহ আহত ৩

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ , ২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

এনই আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়ায় একটি নির্মানাধীন বহুতল ভবনের উপর থেকে ইট পড়ে স্কুল শিক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মুন্সেফ পাড়া এলাকায় ক্রিসেন্ট কিন্ডার গার্টেন প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ভবনের মালিক পক্ষ ও শ্রমিকরা পালিয়ে গেছে। আহতরা হলেন, শহরের শেরপুর এলাকার বাসিন্দা সারোয়ার হাসানের স্ত্রী নাজিয়া করিম (৩৫) ও তার মেয়ে স্কুল শিক্ষার্থী আয়েশা আঞ্জুম (৭), মুন্সেফ পাড়ার বাসিন্দা বিপ্লবের স্ত্রী নয়ন তারা (৩২)। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত নাজিয়া করিম বলেন, স্কুল ছুটির পর সব অভিভাবকরা স্কুলের নিচে দাঁড়িয়ে অবস্থান করার সময় স্কুলের পাশের নির্মানাধীন ভবনের উপর থেকে বেশ কয়েকটি ইট খসে পড়ে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, প্রায় সময় নির্মাধীন ভবনটি থেকে ময়লা আর্বজনা নিচে ফেলা হয়। বেশ কয়েকবার স্কুল কৃর্তপক্ষকে জানালেও তারা তেমন কোন উদ্যোগ নেননি।

ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার বলেন, যেহেতু পাশে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাই ভবনটির নির্মাণ শুরুর পর থেকেই আমরা মালিক পক্ষকে বলে আসছি নিরাপত্তা ছাউনী ভাল করে দেয়ার জন্য। তারা আমাদের কোন কথাই কর্ণপাত করে নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হেভেন ওয়ার্ড প্রপার্টিজ লিমিটেড কনসালটেন্ট এন্ড কনট্রাকশনের মালিক সুজনের মোবাইলে একাধিকবার ফোন করলেও মুঠোফোনটি রিসিভ করেন নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন