৭ম দিনে মুক্তি উৎসব মেলায় নজর কেড়েছে শিক্ষা অফিস স্টল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ , ২৩ মার্চ ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী সপ্তাহব্যাপী মেলার উপজেলা শিক্ষা অফিসে স্টলে ব্যতিক্রমী আয়োজন দর্শনার্থীদের নজর কেড়েছে। আজ ২৩ মার্চ বুধবার দুপুরে শিক্ষা অফিসের স্টলে ক্ষুদে শিক্ষার্থীরা তারা তাদের বিভিন্ন শিক্ষা বিষয়ক অনুষ্ঠান ও বঙ্গবন্ধুকে নিয়ে শিক্ষার্থীদের গান পরিবেশন করেন। এরই মধ্যে জমজমাট হয়ে উঠেছে এ মেলা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেছে। ১৭ মার্চ সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি। মেলার সময় একদিন বেড়ে ৮ম দিন আগামী ২৪ মার্চ পর্যন্ত চলবে বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছেন। এদিকে জানা যায়,মেলার মূল উদ্দেশ্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সরকারের উন্নয়ন কার্যক্রম, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরে সরকারের উন্নয়নকাজের সঙ্গে সম্পৃক্ত করা।
বুধবার মেলার৭ম দিন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, উপজেলার সকল সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের পৃথক স্টলে সরকারের বিভিন্ন উন্নয়ন ও শিক্ষার কার্যক্রম তুলে ধরছেন উপজেলা শিক্ষা অফিস স্টলের সামনে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল,উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল,সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মো. মাহফুজ আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মো.সামছুল আলম, প্রধান শিক্ষক দেওয়ান লাকি,জিলুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা আক্তার, শিক্ষক আবদুল মতিন প্রমুখ।
সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ বলেন, শিক্ষা অফিসের স্টল ঘুরলে যেকোনো দর্শনার্থী জ্ঞান অর্জন করতে পারবে। আজ শিক্ষার্থীরা তাদের কন্ঠে বঙ্গবন্ধুর গান পরিবেশন করেছেন।
আপনার মন্তব্য লিখুন