ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ , ২২ মার্চ ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এনই আকন্ঞ্জি, ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় “ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ইসলামের প্রচার-প্রসারে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মোড়াইলস্থ ইসলামিক সেন্টারের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি। এতে ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক মোঃ শাহ আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক কাজী মোঃ জাভেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ,ফ,ম কাউসার এমরান। সভায় বক্তারা, ইসলামের প্রচার ও প্রসারে বিভিন্ন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেয়া পদক্ষেপ ও অবদানের কথা তুলে ধরেণ।
আপনার মন্তব্য লিখুন