১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

মুক্তি উৎসব মেলায় নজর কেড়েছে প্রকল্প বাস্তবায়ন ও পরিবার পরিকল্পনা স্টল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ , ২১ মার্চ ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী সপ্তাহব্যাপী মেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও পরিবার পরিকল্পনা অফিসে স্টলে ব্যতিক্রমী আয়োজন দর্শনার্থীদের নজর কেড়েছে। এরই মধ্যে জমজমাট হয়ে উঠেছে এ মেলা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেছে।

১৭ মার্চ সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২৩ মার্চ পর্যন্ত চলবে।
মেলার মূল উদ্দেশ্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সরকারের উন্নয়ন কার্যক্রম, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরে সরকারের উন্নয়ন কাজের সঙ্গে সম্পৃক্ত করা। ২১ মার্চ সোমবার মেলার ৫ম দিন মেলা এলাকায় ঘুরে দেখা যায়, উপজেলার সকল সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের পৃথক স্টলে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরছেন। উপজেলা মৎস্য,কৃষি উপজেলা আইসিটি অধিদপ্তর ও ডিজিটাল সেন্টার স্টলে প্রাথমিক সেবা ও দর্শনার্থীদের নানা তথ্য দিচ্ছেন।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, প্রথমদিন থেকেই দর্শনার্থীদের দৃষ্টি ছিল পরিবার পরিকল্পনা প্রদর্শনী স্টলের দিকে। স্বাস্থ্যসেবা ও বিনামূল্য ঔষধের পাশাপাশি আগত দর্শনার্থীদের স্টল থেকেই চিকিৎসা সমস্যা সমাধানে পরামর্শ দেওয়া হচ্ছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-প্রকৌশলী মো. সালাহ উদ্দিন বলেন,আমরা সরকারের উন্নয়নকে এ মেলার মাধ্যমে প্রদর্শন করেছি। অফিসের স্টল ঘুরলে যেকোনো দর্শনার্থী সরকারের অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা জানতে পারবে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল বলেন,প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলছে। মেলায় সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। এ সময় তিনি বলেন,মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় উপজেলার সকল সরকারি দপ্তর ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল স্থান পেয়েছে। স্টলে প্রতিদিন তাদের সেবা দর্শনার্থীরা পাচ্ছেন। চলবে আগামী ২৩ মার্চ মেলায় পুরস্কারের মাধ্যমে শেষ হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন