ট্রেনের যাত্রীদের কাছ থেকে ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ ৪ জনকে আটক করেছে র্যাব-১৪
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ , ২১ মার্চ ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মণবাড়িয়া ডেস্কঃ ভৈরব-আশুগঞ্জ ব্রিজে অভিনব পদ্ধতিতে ট্রেনের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ ৪ জনকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প।
আসামীরা হলেন মোঃ সাগর মিয়া(২০) মোঃ বিজয় (১৯) মোঃ জনি মিয়া (১৯) মোঃ শিবলী মাহমুদ(২৯)
২০ মার্চ রবিবার বিকেলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ভৈরব-আশুগঞ্জ ব্রিজের পূর্বাংশে আশুগঞ্জ রেলষ্টেশনে আশে মোবাইল ছিনতাইকারী চক্রের মূল হোতা মোঃ সাগর মিয়া সহ ৪ জনকে আটক করে।
এসময় আসামীদের কাছ থেকে অভিনব কায়দায় ছিনতাইকৃত কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়। আসামীরা দীর্ঘদিন যাবৎ মোঃ সাগর মিয়ার নেতৃত্বে আশুগঞ্জ ব্রিজে ট্রেন আসার আগে রেলিং ধরে মোবাইল ছিনতাইয়ের জন্য ওত পেতে থাকে পরবর্তীতে ট্রেন আসলে যাত্রীরা যখন ব্রিজ এবং মেঘনা নদীর প্রকৃতিক দৃশ্য ধারণ করার জন্য মোবাইল বের করে ছবি তুলতে থাকে তখন আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা আকষ্মিক ভাবে থাবা দিয়ে মোবাইল নিয়ে যায়। কখনো কখনো ছিনতাইকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের আঘাত করে। ছিনতাইকৃত মোবাইল গুলো মোবাইল মেকানিক মোঃ শিবলী মাহমুদসহ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উল্লেখ্য উদ্ধারকৃত মোবাইল এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোড-১৮৬০ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন