১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে টিসিবির পণ্য বিক্রি শুরু, ক্রয়ে মানুষ খুশি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ , ২০ মার্চ ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ৯ টি ইউনিয়নেটিসিবর পণ্য বিক্রি শুরু হয়েছে।

রবিবার (২০ মার্চ) আসন্ন পবিত্র রমজান উপলক্ষে এসকল স্থানে বিভিন্ন সময়ে পণ্য বিক্রি করবে টিসিবি। সঠিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য আলাদা মনিটরিং টিমও গঠন করেছে উপজেলা প্রশাসন। যারা সর্বক্ষণ টিসিবির পণ্য বিক্রির তদারকি করবে। এদিকে টিসিবির মালামাল বিক্রির প্রথম দিন মানুষের ভীড় ছিলো চোখে পড়ার। বাজারের তুলনায় কমদামে পণ্য পেয়ে খুশি সুবিধাভোগী সাধারণ ও নিম্নআয়ের এসব মানুষেরা আজ অরুয়াই ৩৭৩ ও পাকশিমুলে ৬৩৯ জন। টিসিবি পণ্য বিক্রিতে মানুষের ভীর দেখা যায়,প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রকৃত মানুষের কাছে পণ্য বিক্রি করতে ও কার্যক্রম তত্বাবধানে অনেক গুলো মনিটরিং টিম কাজ করছে।এই কার্যক্রমে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান কর্মকর্তারা। তবে, চাহিদার সমান্তরালে ফ্যামেলি কার্ডের সংখ্যা বাড়ানো প্রয়োজন বলে জানান জনপ্রতিনিধিরা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাইলে ৪ হাজার পরিবার টিসিবি’র পণ্য কিনতে পারবে। আরও ৯ হাজার পরিবার পাবে বলে জানান।
জানা যায়, প্রতিদিন সকাল ১০টা থেকে সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলাকায় টিসিবি’র পণ্য পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য ওয়ার্ডেও পাওয়া যাবে এসব পণ্য। টিসিবির ট্রাক থেকে প্রতিজন ১১০ টাকা প্রতি লিটার দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা প্রতি কেজি দামে ২ কেজি চিনি ও ৬৫ টাকা প্রতি কেজি দামে ২ কেজি মসুরের ডাল কিনতে পারবেন। সুবিধাভোগীরা ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে দুইবার এই সুবিধা পাবেন।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল বলেন, সরাইল এলাকার মোট ৪ হাজার পরিবার টিসিবি’র পণ্য পাবেন। তাদের জন্য বরাদ্দ থাকবে মোট ৮ হাজার লিটার সয়াবিন তেল ৮ হাজার কেজি চিনি ও ৮ হাজার কেজি মসুরের ডাল।
ইউএনও আরও জানান, টিসিবি’র পণ্য বিক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে থাকবে মনিটরিং টিম। উল্লেখ্য,একই ভাবে সরাইল উপজেলা ৯টি ইউনিয়নের ৪ হাজার পরিবার টিসিবি’র পণ্য ও পর্যায়ক্রমে ৯ হাজার পরিবার পাবে বলে জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন