১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

পরকীয়ার কারণে মিষ্টির সাথে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যা করলেন “মা”

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ , ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

এনআই আকুঞ্জিঃ ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার আশুগঞ্জ উপজেলায় ঔষধের সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাদের মা লিমা বেগমকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শিশু দুইজনের বাবা ইটভাটা শ্রমিক ইসমাঈল হোসেন বাদি হয়ে আশুগঞ্জ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলা লিমা বেগম ছাড়াও তার প্রেমিক সফিউল্লাহকে আসামী করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরের দিকে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান মামলার বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, শিশু দুইজনের মা পরিকল্পিত ভাবে দুই শিশুকে হত্যা করেছে। শিশুদের বাবা ইসমাঈল হোসেন জানতে পারেন চাতাল সর্দার সফিউল্লাহ’র সাথে স্ত্রী লিমা বেগমের পরকিয়া সম্পর্ক আছে। সফিউল্লাহ’র দেওয়া একটি সিম লিমা ব্যবহার করেন। গতকাল বুধবার রাতে ইসমাঈল স্ত্রী লিমার কাছে মোবাইল খুঁজে। কিন্তু সে মোবাইল ফোনটি দেখাতে পারেননি। এনিয়ে দুইজনের ঝগড়ায় বিষয় খোলাসা হয়ে পড়ে৷ পরে পুলিশ তাদের বাড়িতে গেলে লিমা বেগম দায় স্বীকার করেন।

ওসি আজাদ আরও জানান, স্বামী ইসমাঈল হোসেন ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। স্ত্রী লিমা একটি চাতাল কলের শ্রমিকের কাজ করেন। সেখানে পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে চাতালের সর্দার সফিউল্লাহ’র সাথে। সফিউল্লাহ তাকে বিয়ে করার আশ্বাস দেয়। কিন্তু শর্ত দেয় দুই সন্তানকে সরিয়ে ফেলতে হবে। পরে লিমা পরিকল্পনা করে ১০ মার্চ দুই শিশুকে মিষ্টির সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেয়৷ এতে তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ফার্মেসি থেকে নাপা সিরাপ এনে খাওয়ায়৷ পরবর্তীতে সে নাটক সাজায় শিশু দুইটি নাপা সিরাপ খেয়ে মারা গেছে।

আজাদ রহমান আরও জানান, বিষয়টি প্রথম থেকে সন্দেহ ছিল। ঘটনাটি দেশব্যাপী আলোচিত হয়। কল লিস্টের সুত্রধরে আমরা কাজ করি। এরই মধ্যে সে তার দোষ স্বীকার করেন।

এর আগে গত ১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের দুই ছেলে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) ‘নাপা সিরাপ খেয়ে’ মারা যায় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ঔষধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন