ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থী জিহাদ নিখোঁজ
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ , ১৪ মার্চ ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মণবাড়িয়া ডেস্কঃ মাদ্রাসাশিক্ষার্থী মো.জিহাদুল ইসলাম। পড়তো হিফজ বিভাগে দোকান থেকে মজা কিনতে গিয়ে হয় নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও কোথাও হদিস মিলছে না তার।
মো. জিহাদুল ইসলাম (৯) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের সেলিম মিয়ার পুত্র এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর ‘তালিমুল কুরআন আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র হিফজ বিভাগের ছাত্র।
পরিবারের সদস্যরা জানান, ১৪ মার্চ সোমবার সকাল ১১ টায় ভাদুঘর ফাটা পুকুরপাড় বাসা থেকে বের হয়ে মজা কিনতে দোকানে যায়৷ দীর্ঘ সময় পার হলেও বাসায় না ফেরায় তাকে খুঁজতে বের হয় পরিবারের সদস্যগণ৷ অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি জিহাদুলের৷
যদি কোন ব্যক্তি তার সন্ধান পান তাহলে দয়াকরে জিহাদুলের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য আকুল নিবেদন জানান তার পরিবারার সদস্যবৃন্দ।
যোগাযোগ করতে : 01306948497
01798305008
আপনার মন্তব্য লিখুন