১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ বিরান ভূমি হয়ে যাবে, আইনমন্ত্রী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ , ১২ মার্চ ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

আখাউড়া প্রতিনিধিঃ বিএনপি কখনো ক্ষমতায় গেলে বাংলাদেশ বিরান ভূমি হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেন, বিএনপি জানে জনগণ ভোট দিয়ে তাদের কোনদিন ক্ষমতায় আনবে না। এজন্য তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে।

শনিবার দুপুরে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, তারা সংসদ মানে না, আদালত মানে না, জনগণ মানে না। ওনারা যদি কোনদিন আল্লাহ না করুক ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশ বিরান ভূমি হয়ে যাবে। বিএনপি জানে জনগণ ভোট দিয়ে তাদেরকে কোন দিন ক্ষমতায় আনবে না। সেজন্য জন্য তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চাই।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকার চাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, যখন ১৫তম সংশোধনী করা হলো তখন সংসদে বললো আমরা আর তত্ত্বাবধায়ক সরকার চাই না। তত্ত্বাবধায়ক সরকার প্রথা সংবিধান থেকে বাদ দেওয়া হলো। সর্বোচ্চ আদালত রায়ে বলেদেয়, সংসদ যদি চায় তাহলে তত্বাবধায়ক সরকার আরও দুই বার রাখা যেতে পারে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। যখন সংসদে এটা গেলে তখন সংসদ বলল আমরা তত্ত্বাবধায়ক সরকার রাখতে চাই না। উনারা (বিএনপি) আবার তত্ত্বাবধায়ক সরকার চায়।

মন্ত্রী আরও বলেন, উনারা বলেন নির্বাচন কমিশনের জন্য আইন করতে হবে। নির্বাচন কমিশন আইন না করলে আন্দোলন করবে। আমি বললাম এত তাড়াতাড়ি এই আইন পাস করা সম্ভব না। করোনা বাড়তেছে কখন পার্লামেন্ট বসবে আমরা জানি না। তারা বলেন পার্লামেন্ট বাদ দিয়ে প্রেসিডেন্টকে দিয়ে আইন করে নিতে হবে। পরবর্তীতে আমি প্রেসিডেন্টের আদেশ প্রাপ্ত হয়ে সংসদে আইনটি নিয়ে যাই। সংসদে বিরোধীদলের সংসদ সদস্যসহ সকলের আলোচনা নিয়ে ও ২২টি সংশোধী নিয়ে সংসদে বিলটি করি। তখন তারা বলে, এই আইনে হবে না।

আইনমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা এতই মহান যে, করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার ঠিক সেই সময়ে আইনী পদদ্ধিতে তার (খালেদা জিয়া) সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দিয়েছিলেন। সেই সময় দুইটি কথা ছিল যে, উনি ঢাকায় চিকিৎসা নিবেন এবং বিদেশে যেতে পারবেন না। তিন বার বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। তারপরও বলে যে, তার চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে। তারপর উনারা বলেন আন্দোলন করবেন। আন্দোলন ফুসফাস।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন