আখাউড়া আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার “স্থলবন্দর বন্ধ”
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ , ১১ মার্চ ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার। এজন্যে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বৃহস্পতিবার স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা সাক্ষরিত নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
স্থলবন্দরকেন্দ্রীক ওই দুই সংগঠনের প্রধান উপদেষ্টা, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায় সম্মেলনে স্থলবন্দরের সকল আমদানি-রপ্তানিকারক ও কর্মচারীদের উপস্থিতির লক্ষ্যেই কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়েছে।
আখাউড়া স্থলবন্দরটি দেশের অন্যতম বৃহৎ একটি বন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ৩-৫ লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। এছাড়া বর্তমানে ভারত থেকে এ বন্দর দিয়ে প্রতিদিন ৩’শ টন গম আমদানি হচ্ছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বন্দরকেন্দ্রিক দুই সংগঠনের প্রধান উপদেষ্টা তাকজিল খলিফা। সেজন্য সম্মেলনের দিন (১২ মার্চ) আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। পরদিন (১৩ মার্চ) থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি চলবে।
স্থল বন্তর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান-আমদানী-রপ্তানী বন্ধের ব্যাপারে আমরা কোন নোটিশ দেয়নি। ব্যবসায়ী সংগঠনের নোটিশের কথা আমরা জানতে পেরেছি।
আপনার মন্তব্য লিখুন