১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ , ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে অএ বিদ্যালয় মাঠে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
আজ বৃহস্পতিবার(১০ মার্চ) সকাল ১২ টায় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অএ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আব্দুল করিমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে মহান মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ করেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপণা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ। সমাজসেবক জাপা নেতা জনাব রহমত হোসেন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাংবাদিক মো.আইয়ুব খান,সরাইল রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, ভারত -বাংলাদেশ মৈত্রী সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক তৌফিক আহমেদ তফছিরসহ বিদ্যালয় ব্যবস্থাপণা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক- শিক্ষিকামন্ডলী, কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।আলোচনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্বকবোধক গান ও কবিতা আবৃত্তি করেন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রথমে দশম শ্রেণির শিক্ষার্থী ফাইরোজ আনিকার কোরআন তেলায়াতের মাধ্যমে অনুষ্ঠিত।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন