১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে তিন ইটভাটা মালিকের ১৫ লাখ টাকা জরিমানা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ , ২ মার্চ ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।গতকাল মঙ্গলবার
(১ মার্চ) সরাইল উপজেলা বিভিন্ন এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করা হয়।এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা করায় তিন ইটভাটা থেকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়। অভিযানে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহায়তা করেন। সরাইল উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানান,ইটভাটাগুলোর মধ্যে সরাইল উপজেলার- মেসার্স রয়েল ব্রিকস মালিকে ৫ লাখ টাকা, মেসার্স নিহাদ ব্রিকসের মালিকে ৫ লাখ,মেসার্স ডিজিটাল ব্রিকস-২ কাছ থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল, তিনি বলেন, সরাইলে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এ অভিযান চলবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

আরও পড়ুন