১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের সহায়তায় ফোন নম্বর

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ , ২৫ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা তাদের সুবিধামতো সীমান্তবর্তী দেশ পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, মলদোভা হয়ে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করছেন। ইউক্রেনের বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাসের নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

স্লোভাকিয়া এবং হাঙ্গেরির জন্য অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হবে। রাহাত বিন জামান, ডেপুটি চিফ অফ মিশন: +43 688 60344492 এবং জুবায়দুল এইচ. চৌধুরী, এসিও +43 688 60603068.

রোমানিয়া এবং মলদোভার জন্য রোমানিয়াতে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হবে। দূতাবাসের নম্বর +40 (742) 553 809 এবং মীর মেহেদী হাসান (টেলি ও হোয়াটসঅ্যাপ গ্রুপ) +40 (742) 553 809.

পোল্যান্ডের জন্য পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হবে। মোঃ মাসুদুর রহমান +48 739 527 722, মো. মাহবুবুর রহমান +48 579 263 403, এমএসটি ফারহানা ইয়াসমিন +48 690 382 561, বিল্লাল হোসেন +48 739 634 125 এবং মোঃ রব্বানী +48 696 745 903.

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
আরও পড়ুন