বাংলাদেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে, জনগণ তার সঠিক জবাব দেবে- আইনমন্ত্রী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ , ২৫ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
মোহাম্মদ রাসেল মিয়া : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, কসবা ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার এবং আনসার সদস্যদের জন্য নির্মিত ব্যারাক হাউজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন- বাংলাদেশ কিন্তু গাঙ্গে ভেসে আসেনি। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। বীর মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন। বাংলাদেশ এ পৃথিবীর মানচিত্রে ভবিষ্যতেও বাংলাদেশ হিসেবে থাকবে।
বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে জনগণ তার সঠিক জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা সকলেই মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকব। আমাদের মধ্যে কোন বিভেদ, ভাগাভাগি থাকবে না। বাংলাদেশের জনগণের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, কসবা-আখাউড়ার মানুষের স্বাধীনতা যুদ্ধের অবদানের কথা ভুলে গেলে চলবে না। যুদ্ধে এখানে অনেক মানুষ শহীদ হয়েছেন। তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। তাদের রক্তের ঋণ শোধ করতে হলে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করতে হবে। যেই সোনার বাংলার স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু দেখেছিলেন তা বাস্তবায়ন করতে পারলেই এই রক্তের ঋণ শোধ হবে।
আপনার মন্তব্য লিখুন