আখাউড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ , ২৪ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পৌরশহরের বাইপাস সড়কে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানা পুলিশের ওসি মিজানুর রহমান।
তিনি বলেন, স্থানীয়রা পল্লী বিদ্যুৎ অফিসের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি মিজানুর রহমান বলেন, নিহতের পায়ে একটি আঘাতের চিহৃ রয়েছে। পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন